ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দ্বিতীয়ার্ধের গোলে চট্টগ্রাম আবাহনীর জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মে ৫, ২০২১
দ্বিতীয়ার্ধের গোলে চট্টগ্রাম আবাহনীর জয় আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। দলের হয়ে একমাত্র গোলটি করেন দিদিয়ের ব্রোসুউ।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধ কোনো গোল হয়নি। অবশেষে বিরতির পর ৭৯ মিনিটে ব্রোসুউর গোলে জয় নিশ্চিত করে চট্টগ্রামের দলটি।

লিগে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে চট্টগ্রাম আবাহনী। আর সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া আরামবাগ তলানিতে রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ০৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।