ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানইউর পরাজয়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ১২, ২০২১
ম্যানইউর পরাজয়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি

গত চার বছরে তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করলো ম্যানচেস্টার সিটি। এবার দুই ম্যাচ বাকি থাকতেই পঞ্চমবারের মতো ইপিএল ঘরে তুলল পেপ গার্দিওলার দল।

মঙ্গলবার (১১ মে) লেস্টার সিটি ম্যান ইউকে ২-১ গোলে হারাতেই চ্যাম্পিয়ন হয় ম্যানসিটি।

এর আগে গত শনিবার চেলসির কাছে পেপ গার্দিওলার ছেলেরা হেরে যাওয়ায় সেদিন শিরোপা জয় সম্পূর্ণ হয়নি। এর পরদিন রোববার ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারানোয় অপেক্ষার সময় গড়ায় মঙ্গলবার (১১ মে) পর্যন্ত।

এদিন লেস্টার সিটি ম্যান ইউকে হারাতেই ২ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জয় নিশ্চিত হয়ে যায় ম্যানচেস্টার সিটির। ৩৫ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৮০। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ম্যান ইউ। ৩৪ ম্যাচে স্কোর ৭০।

২০১৬ সালে ইতিহাদের হট সিটে বসার পর থেকে পেপ গার্দিওলার এটি অষ্টম বড় জয়। এছাড়া তার কোচিংয়ে ৯টি ঘরোয়া লিগ জিতেছে ম্যানেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।