ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ইটনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ২৬, ২০২১
ইটনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর উদ্বোধন হয়েছে।

বুধবার (২৬ মে) সকালে উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘন্টা, মে ২৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।