ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

নওগাঁয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মে ২৮, ২০২১
নওগাঁয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।  

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৮ মে) সকালে জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।

নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। উদ্বোধনী খেলায় চুণ্ডিপুর ইউনিয়ন পরিষদ ট্রাইবেকারে ৩-১ গোলে বক্তারপুর ইউনিয়ন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েল, জেলা ফুটবল অ্যাসোসিয়েনের সভাপতি মামুনুর রশিদ মামুন, জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রমুখ।

টুর্নামেন্টে সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভাসহ মোট ১২টি দল অংশ নেয়। আগামী ৩১ মে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।