ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আলাবাকে ফ্রিতে দলে নিল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ২৯, ২০২১
আলাবাকে ফ্রিতে দলে নিল রিয়াল মাদ্রিদ

অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। বায়ার্ন মিউনিখ থেকে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে ডেভিড আলাবার সঙ্গে চুক্তি করল রিয়াল মাদ্রিদ।

রিয়াল এক বিবৃতিতে ২৮ বছর বয়সী অস্ট্রিয়ান এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বায়ার্ন মিউনিখের সঙ্গে আগামী ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেবেন আলাবা।

জানা যায়, কর বাদে বার্ষিক ১ কোটি ২৫ লাখ ইউরো বেতনে রিয়ালে আসছেন আলাবা। এ ছাড়া অন্য কোনো ক্লাবে না গিয়ে রিয়ালে আসায় চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবেও নাকি ১ কোটি ৫০ লাখ ইউরো পাবেন আলাবা।

বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়ে এক যুগের বেশি সময় কাটিয়েছেন আলাবা। এসময় চ্যাম্পিয়নস লিগ, ১০টি বুন্দেসলিগা ও ছয়টি জার্মান কাপসহ অনেক শিরোপা জিতেছেন ক্লাবের যুব দল থেকে উঠে আসা আলাবা।

বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৩১ ম্যাচ খেলে ৩৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৫টি। মূলত সেন্টার-ব্যাক হিসেবে খেলা আলাবা উইংয়ে খেলতেও পারদর্শী।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মে ২৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।