ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাতারে অনুশীলনে ব্যস্ত জামাল ভূঁইয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ২, ২০২১
কাতারে অনুশীলনে ব্যস্ত জামাল ভূঁইয়ারা

বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি কাপের তিনটি ম্যাচ খেলতে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে দ্বিতীয়বার করোনা টেস্টে সবার রিপোর্ট নেগেটিভ আসার পর অনুশীলন শুরু করে দিয়েছেন জামাল ভূঁইয়ারা।

মরুর বুকে প্রচণ্ড গরমে কাতার ইউনিভার্সিটি মাঠে ৪২-৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। সেই সঙ্গে জিম ও সুইমিংয়ে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে জেমি ডে’র শিষ্যরা। দোহার ইজদান হোটেলে অবস্থান করছে বাংলাদেশ দল। আগমনকে ঘিরে কাতার প্রবাসীদের মধ্যে উৎসাহের কমতি নেই।

এদিকে করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধের কারণে কাতারে মাঠে বসে দর্শকদের খেলা দেখার সুযোগ নেই। তবে যারা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ভোজ গ্রহণ করেছেন, কেবল তারাই মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে বলে জানিয়েছে সেখানকার ফুটবল অ্যাসোসিয়েশন।

আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সবগুলো ম্যাচ আল সাদ জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।