ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুন ৫, ২০২১
বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া ভারত

আফগানিস্তানের সঙ্গে ড্র করার পর বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ পরের ম্যাচে ভারতকে হারানোর লক্ষ্য ঠিক করার কথা জানিয়েছেন। এবার যেকোনো মূল্যে বাংলাদেশের বিপক্ষে জিততে চান বলে জানালেন ভারতীয় মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্দেজ।

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে গত বৃহস্পতিবার আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশকে পয়েন্ট এনে দেওয়া গোলটি করেছেন তপু বর্মণ। ম্যাচ শেষে তিনি জানান, তাদের এবারের লক্ষ্য ভারতকে হারানো।  

অন্যদিক একইদিন বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের কাছে ০-১ গোলে হেরে গেছে ভারত। কাতারের কাছে হেরে ভারতের চোখ এখন বাংলাদেশ ম্যাচে। তারা বাংলাদেশের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেতে চায়। কারণ বিশ্বকাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে যাওয়া তাদের কাছে যথেষ্ট কঠিন হয়ে উঠেছে।

আগামী ৭ জুন বাছাইপর্বের অপর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আসন্ন ম্যাচ নিয়ে ভারতীয় ফুটবল দলের মিডফিল্ডার ফার্নান্ডেজ বলেন, 'আগামী ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) আমরা আরও ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে চাই। দলে নিজেদের ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি। পরের ম্যাচটা আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। '

ভারতের বিপক্ষে বাছাইপর্বের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ার দল। কলকাতার সল্টলেকের ওই ম্যাচটি হয়েছিল চরম উত্তেজনাকর। মাঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ছিল বেশ উপভোগ্য। শক্তিমত্তার পার্থক্য যতোই থাকুক, বাংলাদেশ দল যে বেশ বিপজ্জনক তা মেনে নিচ্ছেন ভারতীয় ফুটবলাররা।

বাংলাদেশ দলের ফুটবল সামর্থ্য নিয়ে ভারতীয় ডিফেন্ডার শুভাশিস বোস বলেন, ‘বাংলাদেশ ফুটবল দলের শক্তি এবং দূর্বলতা সম্পর্কে আমরা জানি। তারা এমন একটা দল, যারা প্রতি আক্রমণে খেলতে ভালোবাসে। সেটাই সবচেয়ে বিপজ্জনক। দুই দলের ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়। বাংলাদেশ দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। ’

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।