ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুন ৬, ২০২১
মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে ফুটবলারের মৃত্যু জিউসেপ্পে পেরিনো

প্রয়াত ভাইয়ের স্মরণে ফুটবল ম্যাচ খেলতে নেমে পরপারে পাড়ি জমিয়েছেন আরেক ভাই। দুজনেরই মৃত্যু হয়েছে হার্ট-অ্যাটাকে।

 

ঘটনাটি ঘটেছে ইতালির নেপলসে। তিন বছর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমানো ভাইয়ের স্মরণে বুধবার খেলতে নেমেছিলেন জিউসেপ্পে পেরিনো নামের এক ফুটবলার। খেলা চলা অবস্থায়ই মৃত্যু হয় তার।

২৯ বছর বয়সী এ ফুটবলার খেলতেন ইতালির ক্লাব ফুটবলে। ইবোলিতানা থেকে ২০১২ সালে পার্মায় যোগ দিয়েছিলেন তিনি। সে বছরই তাকে বেল্লারিয়া মারিনা ক্লাবে ধারে পাঠায় পার্মা। পরের বছর ভিগর লামেজিয়া ক্লাবেও ধারে খেলেন তিনি।  এছাড়া ইতালির অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন তিনি।

জিউসেপ্পে পেরিনোর ভাই রোক্কো ২০১৮ সালে সাইক্লিংয়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার স্মরণেই ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন পেরিনো। ম্যাচ চলাকালে মাঠেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় পেরিনোর। মাঠে চিকিৎসক দল ছুটে গেলেও কাজ হয়নি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে পেরিনোর মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছে পার্মা। টুইটে লিখেছে, ‘জিউসেপ্পের মৃত্যুতে পার্মার সবাই পেরিনো পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। ’

মাঠে খেলা চলা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফুটবলারের মৃত্যুর নজির আরও আছে। এর আগে গত জানুয়ারিতে পর্তুগালে এক ম্যাচ চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার পর হাসপাতালে নিলে অ্যালেক্স আপোলিনারিও নামের এক ফুটবলারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুন ০৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।