ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলে সৈয়দপুর চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুন ৭, ২০২১
বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলে সৈয়দপুর চ্যাম্পিয়ন

নীলফামারী: নীলফামারীতে জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) দুটি খেলায় জয় পেয়েছে সৈয়দপুর উপজেলা দল।

সোমবার (৭ জুন) বিকেলে এই খেলা দুটি অনুষ্ঠিত হয় শেখ কামাল স্টেডিয়ামে।

প্রথম রাউন্ডে কিশোরগঞ্জ উপজেলার মুখোমুখি হয় সৈয়দপুর উপজেলা।

এতে সৈয়দপুর উপজেলা ৩-০ গোলে কিশোরগঞ্জ উপজেলাকে পরাজিত করে বিজয়ী হয়। এছাড়া ২য় রাউন্ডে এবার সৈয়দপুর উপজেলা বালিকা দল ৪-০ গোলে পরাজিত করেছে কিশোরগঞ্জ উপজেলা বালিকা দলকে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।