অবশেষে পরিকল্পনা মাফিক ২০২১ কোপা আমেরিকা আয়োজিত হতে যাচ্ছে। যেখানে ব্রাজিলিয়ান ফুটবলাররা আসরটিতে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।
কোপার এবারের আসরটি মূলত কলম্বিয়া ও আর্জেন্টিনার যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিরতা ও করোনা ভাইরাসের বাজে পরিস্থিতির কারণে কলম্বিয়া সরে দাঁড়ায়। আর কিছুদিন পরে কোভিড-১৯ এর কারণে আর্জেন্টিনাও নাম তুলে নেয়।
পরে দক্ষিণ আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশন কনমেবল নতুন আয়োজক হিসেবে ব্রাজিলের নাম দেয়। কিন্তু দেশটির করোনা পরিস্থিতিও খারাপ থাকায় ব্রাজিলিয়ান ফুটবলাররা শুরুতে অনীহা প্রকাশ করেন। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, শিগগিরই ব্রাজিল ফুটবলাররা এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দেবেন, তারা খেলছেন।
এর আগে আর্জেন্টিনাও জানিয়েছে ব্রাজিলে অনুষ্ঠিত আসরটিতে তারা খেলবে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এমএমএস