ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মেসিকে টপকে রোনালদোর কাছে সুনিল ছেত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ৮, ২০২১
মেসিকে টপকে রোনালদোর কাছে সুনিল ছেত্রী মেসি, রোনালদো ও সুনিল/সংগৃহীত ছবি

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জোড়া গোল করে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন সুনিল ছেত্রী।  

গতকাল সোমবার ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

দুটি গোলই করেছেন সুনিল ছেত্রী। এই দুই গোল করে তিনি আন্তর্জাতিক গোল পরিসংখ্যানে লিওনেল মেসিকে টপকে গেছেন। ওই ম্যাচে খেলতে নামার আগে মেসি এবং সুনিল দুজনেই ৭২ গোলে দাঁড়িয়ে ছিলেন। তবে গতকাল জোড়া গোল করার পরে সুনিলের গোল সংখ্যা এখন ৭৪।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শেষদিকে পরপর দুই গোল করে দলকে জেতান ছেত্রী। এই ম্যাচের আগে মেসি আর সুনিলের পাশে ছিলেন সৌদি আরবের মাজেদ আবদুল্লা (৭২)। আর এক গোলে এগিয়ে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আলি মাবখাউত (৭৩)।  

তবে আন্তর্জাতিক গোলের পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে রয়েছেন ইরানের আলি দায়েই। তিনি ১৪৯টি ম্যাচে ১০৯টি গোল করেছেন। তবে ২০০৬ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন।

বর্তমানে খেলে যাচ্ছেন, এমন ফুটবলারদের মধ্যে গোল পরিসংখ্যানে এগিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই পর্তুগিজ মহাতারকা ১৭৪টি ম্যাচে ১০৩ গোল করেছেন। ফলে, কার্যত পর্তুগাল অধিনায়কের ঠিক পরেই আছেন সুনিল ছেত্রী।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।