ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

নোয়াখালীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ১১, ২০২১
নোয়াখালীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

নোয়াখালী: নোয়াখালীতে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।  

শুক্রবার (১১ জুন) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

১০টি দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টে সেনবাগ উপজেলা ও বেগমগঞ্জ উপজেলা খেলার মধ্য দিয়ে এ টুর্মামেন্টের উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক(ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খোরশেদ আলম খান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত সাদমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।  

উদ্বোধনী খেলায় সেনবাগ উপজেলা ফুটবল একাদশ পাঁচ শূণ্য (৫-০) গোলে পরাজিত করে বেগমগঞ্জ উপজেলা একাদশকে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।