ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মিরানচুকের গোলে রাশিয়ার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুন ১৬, ২০২১
মিরানচুকের গোলে রাশিয়ার জয়

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে রাশিয়া। দলের হয়ে একমাত্র গোলটি করেন অ্যালেকসেই মিরানচুক।

বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে ক্রেসতোভস্কি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রায় সব পজিশনের লড়াইয়ে এগিয়ে থেকেই জয় নিশ্চিত করে রাশিয়া।

বিরতির ঠিক আগে প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেন মিরানচুক। কর্ণার থেকে ভেসে আসা বলে এক ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁ পায়ের টোকায় জালে জড়ান আতালান্তায় খেলা ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া ছিল নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্ককে হারানো ফিনল্যান্ড। তবে গোলের দেখা পায়নি দলটি। আর শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রাশিয়া।

রাশিয়া এর আগে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-০ গোলে হেরেছিল।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।