ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুন ২৯, ২০২১
আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। আর এমন মঞ্চেই জ্বলে উঠলেন তিনি।

জোড়া গোল করার পাশাপাশি আরও একটি গোলে অবদানও রেখেছেন। তার এই পারফরম্যান্সে কোপা আমেরিকার ম্যাচে আর্জেন্টিনা ৪-১ গোলে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে।

সোমবার গ্রুপ পর্বের এ ম্যাচে মেসি ছাড়িয়ে যান হাভিয়ার মাশ্চেরানোকে। এদিন ১৪৮তম ম্যাচ খেললেন তিনি।

খেলার ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন মেসি। পরে ৪২তম মিনিটে ওপেন প্লে থেকে নিজের জোড়া গোল পূরণ করেন।

১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, জুন ২৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।