দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপার পথে অনেকটা এগিয়ে গেল অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচে ১-০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস।
মোহামেডান প্রথম আক্রমণ থেকেই গোল পেতে পারত তারা। কিন্তু কর্নারের বিনিময়ে মৌনজির কৌলিদিয়াতির হেড ফিরিয়ে দেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। অভিজ্ঞ এই গোলরক্ষকে এটি শততম লিগ ম্যাচ।
ধীরে ধীরে গুছিয়ে ওঠে বসুন্ধরা কিংস। সপ্তদশ মিনিটে রবসন দি সিলভা রবিনহোর পা ঘুরে বল পেয়ে রাউল অস্কার বেসেরা বক্সে ঢুকে শট নেওয়ার আগেই ছুটে এসে স্লাইডে ক্লিয়ার করেন গোলরক্ষক সুজন হোসেইন। ২২তম মিনিটে বড় ধাক্কা খায় মোহামেডান। বিপলুকে আটকাতে বক্সের বেশ বাইরে বেরিয়ে আসা সুজনের হাতে বল লাগলে লাল কার্ড দেখান রেফারি। রবিনহোর নেওয়া ফ্রি-কিক আটকান আহসান হাবিব বিপু।
১০ জনের দলে পরিণত হলেও মোহামেডান হানা দিতে থাকে কিংসের রক্ষণে। ৩২তম মিনিটে ইয়াসানের ক্রসে সুলেমানে দিয়াবাতের ফ্লিক লক্ষ্যভ্রষ্ট হয়। একটু পর ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসানের হেড ফেরান জিকো। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ‘বাংলাদেশি’ হিসেবে লিগে অভিষেক ম্যাচ গোল করা এলিটা কিংসলে তখন পর্যন্ত নিষ্প্রভ ছিলেন। ৫৬তম মিনিটে এই সাবেক নাইজেরিয়ান ফরোয়ার্ডকে তুলে মাহবুবুর রহমান সুফিলকে নামান অস্কার ব্রুজোন।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় চলতি প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত অজেয় থাকা কিংস। ৬০তম মিনিটে বিপলুর আড়াআড়ি ক্রসে বেসেরার হেড ক্রসবারের উপর দিয়ে যায়। একটু পর মোহামেডানের দিয়াবাতের আড়াআড়ি শট লক্ষ্যভ্রষ্ট হয়।
৭৬তম মিনিটে ইয়াসিন খান দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দল পরিণত হয় কিংসও। এরপর রবিনহোর চিপ বুক দিয়ে নামিয়ে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন বেসেরা। লিগে এই আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৫টি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা তার ক্লাব সতীর্থ রবিনহোর গোল ১৬টি।
১৭ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট বসুন্ধরা কিংসের। এই নিয়ে চতুর্থ হারের স্বাদ পাওয়া মোহামেডান ২৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এমএইচএম