ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ফাইনালের আগে পরিসংখ্যানে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
ফাইনালের আগে পরিসংখ্যানে ব্রাজিল-আর্জেন্টিনা

রাত পেরোলেই মহারণ। মারাকানায় রোববার ভোর ৬টায় কোপার ফাইনাল।

সেখানে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির এখনো দেশের জার্সিতে জেতা হয়নি কোনো শিরোপা। তাকে একটা শিরোপার স্বাদ দিতে মুখিয়ে পুরো আর্জেন্টিনা।

দু’দলের অতীত পরিসংখ্যান প্রায় সমানই। ব্রাজিল-আর্জেন্টিনা এখন পর্যন্ত সর্বমোট ১১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সেখানে ব্রাজিল জিতেছে ৪৬টি ম্যাচে, আর্জেন্টিনার জয় ৪০ ম্যাচে। বাকি ২৫টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের কথা যদি বলা হয়, তাহলে ব্রাজিল শুধু আর্জেন্টিনার চেয়ে নয়, পৃথিবীর অন্য যেকোনো দলের চেয়ে এগিয়ে। মোট পাঁচবার বিশ্বকাপ জিতেছে পেলে-নেইমারের দেশ। অন্যদিকে, মেসি-ম্যারাডোনার দেশ বিশ্বকাপ জিতেছে মাত্র দুইবার।

কোপায় দু’দল মুখোমুখি হয়েছে মোট ৩৩ বার। সেখানে অবশ্য আর্জেন্টিনা অনেক এগিয়ে। আর্জেন্টিনার জয় ১৫টি আর ব্রাজিল জিতেছে ১০টি ম্যাচে। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে। শিরোপার হিসেবেও অনেক এগিয়ে আর্জেন্টিনা। মোট ১৪ বার কোপার শিরোপা জিতেছে তারা। অন্যদিকে ব্রাজিল কোপা জিতেছে মাত্র ৯ বার।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।