অনেকটা প্রত্যাশিতভাবেই কোপা আমেরিকা ২০২১ আসরের গোল্ডেন বল ও গোল্ডেন বুটের পুরস্কার জিতলেন লিওনেল মেসি।
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটালো।
রোববার রিও দি জেনেরিওর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে কোপার চলতি আসরের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া।
এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে কোপা তথা বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ পেয়েছিল তারা।
খেলার ২২তম মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো দি'পলের বাড়ানো বল ধরে ব্রাজিল গোলরক্ষক এদারসনের মাথার উপর তা জালে জড়িয়ে দেন দি মারিয়া।
মেসি আসরে সবচেয়ে বেশি ৪টি গোল করেছেন। ফাইনালে খেলা ব্রাজিলের সেরা তারকা নেইমার করেছে ২টি গোল। যদিও কেউই ফাইনালে গোলের দেখা পাননি।
কলম্বিয়ার লুইস দিয়াসও মেসির মতো ৪টি গোল করেছেন। তবে সতীর্থদের গোলে বেশি অবদান (৫টি ) রাখায় গোল্ডেন বুটের পুরস্কার সহজেই জিতে নেন মেসি। পেরুর জিয়ানলুকা লাপাদুলা ও আরেক আর্জেন্টাইন লাওতারো মার্তিনেস ৩টি করে গোল করেছেন।
এছাড়া ৭ ম্যাচ খেলে ৪টিতে ম্যাচ সেরা হওয়া মেসি সেরার খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জেতেন।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এমএমএস