ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

শেখ রাসেল-মুক্তিযোদ্ধার ম্যাচে কেউ জেতেনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
শেখ রাসেল-মুক্তিযোদ্ধার ম্যাচে কেউ জেতেনি ছবি: শোয়েব মিথুন

বিরতি দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের লড়াই গোলশূন্য ড্রয় হয়েছে।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুদল মুখোমুখি হয়।

যেখানে প্রথমার্ধে মুক্তিযোদ্ধা বেশ কয়েকটি সুযোগ পেলেও শেখ রাসেল প্রতিপক্ষের গোলরক্ষকের সেভাবে পরীক্ষা নিতে পারেনি।

বিরতির পর শেখ রাসেলকে হতাশ করেন মোনেকে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ফাহিম আহমেদ কাট ব্যাক ভাল জায়গায় পেলেও শট নিতে পারেননি এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। আগেই তা ক্লিয়ার করেন মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডার।

লিগ এই ড্রয়ে সেরা চারে থাকা আরেকটু কঠিন হয়ে গেল শেখ রাসেলের জন্য। অন্যদিকে অবনমন অঞ্চলের আশপাশেই থাকল মুক্তিযোদ্ধা সংসদ। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে শেখ রাসেল। ১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে মুক্তিযোদ্ধা সংসদ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।