ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

প্রতিপক্ষের জালে বসুন্ধরা কিংস মেয়েদের ১৮ গোল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
প্রতিপক্ষের জালে বসুন্ধরা কিংস মেয়েদের ১৮ গোল!

মৌসুমজুড়েই গোল উৎসবে মেতে থাকা বসুন্ধরা কিংস মেয়েরা এবার পেল বিশাল এক জয়। জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৮-০ গোলে বিধ্বস্ত করেছে দলটি।

এর আগেই অবশ্য দুই ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস নারী দল।

শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে থাকে বসুন্ধরা কিংস। আর বিরতির পর আরও ১১টি গোল হয়।

বসুন্ধরা কিংস মেয়েদের হয়ে সর্বোচ্চ ৫টি গোল করেন কৃষ্ণা। সাবিনা করেন ৪টি গোল। সানজিদা ও শামসুন্নাহার ৩টি করে গোল করেন। এছাড়া একটি করে গোল করেন মোনিকা, অ্যানি ও সুমাইয়া।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।