ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারের মার্সিডিজ হেলিকপ্টারের দাম ১১৭ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
নেইমারের মার্সিডিজ হেলিকপ্টারের দাম ১১৭ কোটি টাকা!

কিছুদিন আগেই কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হয়েছে ব্রাজিলের। ফাইনালে প্রতিপক্ষ ছিল আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।

সেদিন ম্যাচ হারার পর মেসিকে জড়িয়ে ধরে তার কান্না অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। কিন্তু নেইমার অন্য ধাঁচের মানুষ।  

কষ্ট ভুলে জীবনকে উপভোগ করতে জানেন নেইমার। সেই উপভোগের মন্ত্র থেকেই এবার আস্ত এক মার্সিডিজ হেলিকপ্টার কিনে ফেলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যার মূল্য ১৩ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৭ কোটি টাকা)।  

নেইমারের এইচ-১৪৫ মডেলের মার্সিডিজ ব্র্যান্ডের এই হেলিকপ্টারটি বাজারে একদম নতুন। এটির ডিজাইন করা হয়েছে বিখ্যাত কমিক চরিত্র ব্যাটম্যানের 'ব্যাটমোবাইল'- এর আদলে। নেইমার ডিসি কমিকসের অনেক বড় ভক্ত। এর আগে তাকে অনেকবার বিখ্যাত হলিউডের বিখ্যাত ডার্ক নাইটের সাজে দেখা গেছে। এছাড়া তার শরীরে ব্যাটম্যানে অনুপ্রাণিত হয়ে বেশকিছু ট্যাটুও আঁকা আছে।

বিশেষ হেলিকপ্টারটির একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নেইমার। হেলিকপ্টার রিও দে জেনেরোয় নিজের বিলাসবহুল বাংলোর সামনের বাগানে রেখে ছবিটি তুলেছেন নেইমার। সেখানে নির্ভার নেইমারকে বসে থাকতে দেখা যায়। হেলিকপ্টারের গায়ে বড় করে তার নাম খোদাই করা আছে।  

ইনস্টাগ্রামে নেইমারের ১৫৫ মিলিয়ন ফলোয়ার সেই ছবির ওপর রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।