ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

নীরবতা ভেঙে সমর্থকদের বিদায় জানাবেন মেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
নীরবতা ভেঙে সমর্থকদের বিদায় জানাবেন মেসি

বার্সেলোনা থেকে বিদায় নেয়ার পর লিওনেল মেসিকে নিয়ে সমর্থকরা ও তার সতীর্থরা হতাশা প্রকাশ করেছেন। তার এই আচমকা বিদায় মেনে নিতে পারেননি কেউই।

সাবেক সতীর্থরাও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন। এত কিছুর মাঝেও নীরব ছিলেন মেসি। তবে এবার নীরবতা ভেঙে রোববার (০৮ আগস্ট) বিকাল ৪টায় সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিতে সংবাদ সম্মেলনে আসবেন মেসি।

অপ্রত্যাশিত এক সপ্তাহ কাটিয়েছেন আর্জেন্টাইন এ তারকা। অল্প কিছু সময়ের ব্যবধানে তাকে ছাড়তে হয়েছে ক্যাম্প ন্যু। সবকিছু মিলিয়ে খুব খারাপ সময় যাচ্ছে মেসির। এরইমধ্যে সমর্থকদের কাছে তার বিদায়ের ব্যাপারটি নিশ্চিত করতে তিনি সংবাদ সম্মেলনে আসবেন। তাছাড়া কয়েকদিন ধরেই পিএসজিতে যাওয়া নিয়ে গুঞ্জনের ব্যাপারে মুখ খুলবেন তিনি। জানাতে পারেন পরবর্তী সম্ভাব্য ক্লাবের ব্যাপারে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।