বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির বার্সেলোনা থেকে বিদায়ের পর ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) যাওয়া নিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোতে নানা রকম তথ্য আসছে। সংবাদমাধ্যম লে’কুইপ জানায় রোববার (০৯ আগস্ট) মেসির স্বাস্থ্য পরীক্ষা হবে ফরাসি ক্লাবটিতে।
ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতির কারণে বার্সেলোনা মেসির সাথে নতুন চুক্তি করতে না পারায় বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন এ তারকা খেলোয়াড়। আর তাই সাবেক এ বার্সা ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চেষ্টার কোনো কমতি রাখছে না পিএসজি।
মার্কা জানিয়েছে, রোববার সকালে পিএসজির দেয়া চুক্তি ইতোমধ্যে মেসির আইনজিবী খতিয়ে দেখেছেন। উভয়পক্ষ এ ব্যাপারে একমত যে, খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণা আসতে পারে। অবশ্য চুক্তি চূড়ান্ত করতে গতকাল প্যারিসে যাননি ইতিহাসসেরা এ ফুটবলার। তবে আজ প্যারিসে গিয়ে আগামীকাল (১০ আগস্ট) চুক্তির ব্যাপারে সংবাদমাধ্যমকে জানাবেন লিও।
এদিকে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের চুক্তি নবায়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসজি। যদি তাই হয়, তবে উয়েফার ফিনান্সিয়াল প্লেয়ার প্লে নীতির কারণে মেসিকে দলে নেয়াও কঠিন হয়ে পড়বে ফরাসি এ ক্লাবের। যদিও পিএসজির মালিক নাসের-আল-খেলাইফি স্বপ্ন দেখেন মেসি-নেইমার-এমবাপ্পে কে নিয়ে দুর্দান্ত এক দল গড়বেন।
অপরদিকে এমবাপ্পেকে দলে ভেড়াতে নিরবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। যদি মেসিকে দলে ভেড়ানোর জন্য লস ব্লাঙ্কোসদের কাছে এমবাপ্পেকে বিক্রি করে পিএসজি, তবে লস ব্লাঙ্কোসদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে।
দীর্ঘদিন ধরে নিজেদের দলে এমবাপ্পেকে আনার কম চেষ্টা করেনিন ফ্লেরেন্তিনো পেরেস। শেষ পর্যন্ত বার্সেলোনা সভাপতিকে নিজের আয়ত্তে নিয়ে এসে প্রথমে সিভিসি থেকে দেয়া বিনিয়োগে নাকচ করার প্ররোচণা দেয় মাদ্রিদ সভাপতি। যে কারণে মেসির চুক্তি নবায়ন করতে পারেনি কাতালানরা। ফলে মেসি পিএসজিতে পাড়ি জমাবেন। আর মেসির বেতন বহন করতে এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের কাছেই বিক্রি করতে হবে। বলতে হবে নিরবে বসে নিজের মাস্টারমাইন্ডকে কাজে লাগিয়ে সফল হবেন রিয়ালের এ প্রেসিডেন্ট।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এমএমএস