ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

এখনও মেসির জার্সি বিক্রি করছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এখনও মেসির জার্সি বিক্রি করছে বার্সা

চলতি বছরের ৩০ জুন থেকে বার্সেলোনায় মেসি অধ্যায়ের অবসান ঘটে। আর্থিক সংকটের পাশাপাশি কিছু অভ্যন্তরীণ কারণে ক্লাবের ইতিহাস সেরা ফুটবলারের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয় কাতালানদের।

আজ (৮ আগস্ট) ফরাসি ক্লাব পিএসজির হয়ে প্রায় চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন বিশ্বসেরা এ ফুবটলার। এতকিছুর পরেও বার্সেলোনার অফিশিয়াল স্টোরে এখনও মেসির জার্সি বিক্রি হচ্ছে।

কয়েক ঘণ্টা আগেও দেখা গেছে বার্সেলোনা স্টেডিয়াম ক্যাম্প ন্যু থেকে লিওনেল মেসির ছবি সরিয়ে নেয়া হচ্ছে। যদিও আর্জেন্টাইন এ তারকা বর্তমানে পিএসজি ফুটবলার তবুও কাতালান সমর্থকরা এখনও ক্যাম্প ন্যু’য়ে আসছে মেসির জার্সি কেনার জন্য।  

বার্সেলোনার হয়ে এ ক্লাব লিজেন্ড ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল ও ৩০৫ অ্যাসিস্ট করেন। এছাড়া যাওয়ার আগে ক্লাবের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।