ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বেনজেমার জোড়া গোল, গোল উৎসবে শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
বেনজেমার জোড়া গোল, গোল উৎসবে শুরু রিয়ালের সংগৃহীত ছবি

লা লিগার এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। দলের বিশাল জয়ে জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

শনিবার দিনগত রাতে আলাভেসের মাঠে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে এক হালি গোল দেয় রিয়াল। ৪৮তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করে রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। ৫৬তম মিনিটে লুকা মদ্রিচের পাসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নাচো ফার্নান্দেজ। ৬২তম মিনিটে ফের গোল করেন বেনজেমা। ম্যাচের ৬৫তম মিনিটে আলাভেসের জোসেলু একটি গোল পরিশোধ করেন।

আলাভেসের কফিনে শেষ পেরেটটি ঠুকে দেন ভিনিসিউস জুনিয়র। যোগ করা সময়ে ডেভিড আলবার ক্রসে বল পেয়ে হেডে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।