ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানসিটিকে হারিয়ে টটেনহ্যামের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
ম্যানসিটিকে হারিয়ে টটেনহ্যামের শুভ সূচনা

গত কয়েকদিন ধরেই টটেনহ্যামের মূল স্ট্রাইকার হ্যারি কেইনের ম্যানসিটিতে ভেড়ানো নিয়ে ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে। সিটি কোচ পেপ গার্দিওয়ালা এ ব্যাপারে সম্ভাবনার কথাও জানিয়েছে।

কিন্তু এখনও দুই ক্লাবের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা চলছে। এদিকে গতকাল (১৫ আগস্ট) রাতে সিটিজেনদের বিপক্ষে হ্যারি কেইন ছাড়াই ১-০ ব্যাবধানের জয় লাভ করে নুনো সান্তোর শিষ্যরা।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশের অভিষেকের দিনে ম্যানসিটির শুরুটা ভালো হয়নি। ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বজায় রাখলেও বিরতির পর সিটিজেনদের পারফরম্যান্সে খরা দেখা দেয়। ৫৫ মিনিটে হিউং মিন সনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে জয়সূচক গোলটি করেন দক্ষিণ কোরিয়ার এ ফরোয়ার্ড। ১-০ গোলের জয় নিয়ে কোচ হিসেবে শুভসূচনা করেন স্পার্স কোচ নুনো সান্তো।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে গোল না পাওয়া সিটি এখনও খুলতে পারেনি পয়েন্টের খাতা। এদিকে ৩ পয়েন্ট নিয়ে লিভারপুল, ম্যানইউ, লেস্টার সিটি, চেলসির সাথে বিজয়ীদের কাতারে যোগ দিল টটেনহ্যাম।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।