টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তের যোগ করা সময়ের গোলে ২-১ ব্যবধানে নাটকীয় জয় লাভ করে ব্রাজিল। শেষ মুহূর্তে জয়সূচক গোলটি আসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়ার পা থেকে।
জার্মান ক্লাব হার্থা বার্লিন থেকে ৩০ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি টাকায় প্রায় ৩০০ কোটি) ৫ বছরের চুক্তিতে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন কুনিয়া। বুধবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে দুটি ক্লাবই। আর বি লাইপজিগ থেকে ১৮ মাস আগে বার্লিনে যোগ দিয়েছিল ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। ক্লাবটির হয়ে ৪০ ম্যাচে ১৩ গোল করেন তিনি।
ট্রান্সফার চূড়ান্ত হওয়ার কারণে শনিবার (২১ আগস্ট) ম্যাচে উলফসবার্গের বিপক্ষে মাঠে দেখা যায়নি কুনিয়াকে। হার্থা বার্লিনের স্পোর্টস ডিরেক্টর ফ্রেডি বোবিক ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডের ব্যাপারে বলেন, ‘ম্যাথিউস নতুন কোনো চ্যালেঞ্জের খোঁজ করছিল এবং শেষ পর্যন্ত স্প্যানিশ চ্যাম্পিয়নদের পেল। ’
টোকিও অলিম্পিকে সেলেকাওদের হয়ে স্বর্ণপদক জেতেন তিনি।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এমএমএস