ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

বায়ার্ন মিউনিখের ১২-০ গোলে জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
বায়ার্ন মিউনিখের ১২-০ গোলে জয়

জার্মান কাপের প্রথম রাউন্ডে বুধবার রাতে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে বায়ার্নের প্রতিপক্ষ ছিল ব্রেমার।

খেলায় ব্রেমারকে গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন, জিতেছে ১২-০ গোলে।

এই ম্যাচে ছিলেন না রবার্ট লেভান্ডভস্কি ও ম্যানুয়েল নয়্যারের মতো তারকারা। বায়ার্নের পক্ষে একাই চারটি গোল করেছেন এরিক ম্যাক্সিম চুপো মোটিং। ম্যাচের ৮, ২৮, ৩৫ এবং ৮২ মিনিটে গোলগুলো করেন তিনি। দুটি গোল করেন জামাল মুসিয়ালা। ম্যাচের ১৬ ও ৪৮ মিনিটে গোল দুটি করেন তিনি।

এছাড়া একটি করে গোল করেছেন তিলম্যান, লিরয় সানে, কুইসেন্স, বুনা সার, তুলিসো। অন্য গোলটি আসে আত্মঘাতী থেকে। ম্যাচে বায়ার্নের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি ব্রেমার। ম্যাচের ৭২ শতাংশ সময়  বল বায়ার্নের খেলোয়াড়দের পায়েই ছিল।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।