ইতালির হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা জর্জিনিয়ো তার দুর্দান্ত পারফরম্যান্সের দরুন উয়েফা কর্তৃক চলতি মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হলেন।
নিজ সতীর্থ এনগোলো কন্তে ও ম্যানসিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে ছাড়িয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো এ কীর্তি গড়েন ইতালিয়ান এ তারকা।
এদিকে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে চলতি মৌসুমের সেরা কোচ নির্বাচিত হলেন টমাস টুখেল। বর্ষসেরা ফুটবলার না হলেও দুর্দান্ত পারফর্ম করা কন্তে পেয়েছেন উয়েফার সেরা মিডফিল্ডারের তকমা। ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবটির হয়ে গোলপোস্টে দেয়াল হয়ে থাকা এডওয়ার্ড মেন্ডি নাম লিখিয়েছেন চলতি মৌসুমের সেরা গোলকিপার হিসেবে।
এক নজরে উয়েফার বর্ষসেরা পুরস্কারজয়ীরা:
ফুটবলার - জর্জিনিয়ো (চেলসি)
কোচ - টমাস টুখেল (চেলসি)
গোলরক্ষক - এডওয়ার্ড মেন্ডি (চেলসি)
ডিফেন্ডার - রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি)
মিডফিল্ডার - এনগোলো কন্তে (চেলসি)
ফরোয়ার্ড - আর্লিং ব্রট হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড)
এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ডেনমার্ক তারকা ক্রিস্টিয়ান এরিকসেনের জীবন বাঁচাতে সাহায্য করে উয়েফা প্রেসিডেন্ট এওয়ার্ড পান ডেনিশ অধিনায়ক সিমন কেয়া ও মেডিক্যাল কর্মীরা।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
জেআইএম