ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর মতো রাজকীয়ভাবে এমবাপ্পেকে বরণ করবে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
রোনালদোর মতো রাজকীয়ভাবে এমবাপ্পেকে বরণ করবে রিয়াল রিয়াল মাদ্রিদে রোনালদোর মতোই মর্যাদা পেতে যাচ্ছেন এমবাপ্পে/সংগৃহীত ছবি

কিলিয়ান এমবাপ্পের স্বপ্ন সত্যি হতে চলেছে। রিয়াল মাদ্রিদও একই স্বপ্ন বুনছিলো এতদিন।

পিএসজি থেকে শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখতে যাচ্ছেন এই বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। ক্লাবের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়কে সবার সামনে উপস্থাপন করতে তাই জমজমাট প্রস্তুতি নিচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা।  

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এরইমধ্যে রিয়ালের দেওয়া ১৭০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি ও ১০ মিলিয়ন বোনাসের প্রস্তাবে রাজি হয়েছে পিএসজি। এখন ২০০৯ সালে ম্যানচেস্টার ইউইনাটেড থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখার সময় ক্রিস্টিয়ানো রোনালদোকে যেভাবে জমজমাট এক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়েছিল, ঠিক সেভাবেই এমবাপ্পেকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।  

এদিকে পিএসজির হয়ে আগামী রোববার (২৯ আগস্ট) রাঁসের বিপক্ষে মাঠে নাও দেখা যেতে পারে এমবাপ্পেকে। তারপর আন্তর্জাতিক বিরতি কাটিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যাবেন ফরাসি এ ফরোয়ার্ড। আর তখন দর্শকদের সামনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নিজের স্বপ্নের ক্লাবে যোগ দেয়ার জানান দিবেন তিনি।  

ফরাসি এ তারকাকে দুই পর্যায়ে দর্শকদের সামনে উপস্থিত করতে পারে রিয়াল মাদ্রিদ। প্রথমত, করোনা ভাইরাস মহামারির কারণে বার্নাব্যুর বাইরে সেপ্টেম্বরের ৯ কিংবা ১০ তারিখ ভালদেবেবাসের কোনো খোলা যায়গায় তাকে উপস্থাপন করা হবে। তারপর ১১ তারিখ অফিসিয়ালি সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে আবারো উপস্থাপন করা হবে।  

লা লিগায় ঘরের মাঠে রিয়ালের প্রথম ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে করোনা ভাইরাসের কারণে মাত্র ৪০ শতাংশ দর্শক উপস্থিত থাকবে। নিজেদের সেরা সাইনিং উপস্থাপন করতে রিয়াল আরো বেশি দর্শককে মাঠে আশা করছে। এক্ষেত্রে আন্তর্জাতিক বিরতির পর স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় হয়তো ৭০ শতাংশ দর্শক মাঠে থাকার অনুমতি দেবে। তখন এমবাপ্পেকে দর্শকপূর্ণ স্টেডিয়ামে রাজকীয়ভাবে অফিসিয়ালি উপস্থাপন করতে পারবে ইউরোপের সবচেয়ে সফল এ ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।