ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

অবশেষে পিএসজির জার্সিতে মেসির অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
অবশেষে পিএসজির জার্সিতে মেসির অভিষেক

অপেক্ষার প্রহর শেষ হলো পিএসজি সমর্থকদের। ফরাসি জায়ান্টদের ইতিহাসের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি অবশেষে তাদের জার্সিতে মাঠে নামলেন।

ফলে প্যারিসের ক্লাবটিতে শুরু হলো মেসি-যুগ। এটাই বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের হয়ে মেসির প্রথম ম্যাচ।

রোববার রেইমসের বিপক্ষে লিওনেল মেসিকে স্কোয়াডে রেখেছিলেন পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। কিন্তু দলের সবচেয়ে বড় অস্ত্রকে মূল একাদশে রাখেননি তিনি। প্রথমার্ধেও বেঞ্চেই কাটে তার। তবে ম্যাচের ৬৬তম মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।  

রোববার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেইমসের বিপক্ষে মাঠে নামে পিএসজি। মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচ বলেই রেইমসের ঘরের মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। আগেই জানা গিয়েছিল, ম্যাচের সব অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তবে পিএসজি সমর্থকরা আক্ষেপ করতেই পারেন, কারণ দলের সবচেয়ে বড় তারকার অভিষেক ম্যাচ যে ঘরের মাঠে হলো না।

পিএসজির আরেক ফুটবলার কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তাকেও স্কোয়াডে রাখার পাশাপাশি মূল একাদশে নামিয়ে দেন পচেত্তিনো। পরে মাঠে নেমে ১৬তম মিনিটেই দি মারিয়ার দুর্দান্ত ক্রসে হেডে গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। এরপর ৬৩তম মিনিটে তার গোলেই ব্যবধান বাড়ায় পিএসজি।

শুরুর একাদশে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। আর একাদশের আক্রমণে তৃতীয় সেনানী হিসেবে নামেন আনহেল দি মারিয়া। তবে রক্ষণের নতুন সংযোজন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস এই ম্যাচের স্কোয়াডে ছিলেন না।

প্রসঙ্গত বার্সেলোনা ছেড়ে মেসির পিএসজিতে যোগ দেওয়া আলোড়ন তুলেছিল পুরো বিশ্বে। কিন্তু দুই সপ্তাহের বেশি সময় ক্লাবটিতে নাম লেখালেও এই প্রথম তাদের হয়ে মাঠে নামলেন আর্জেন্টিনার অধিনায়ক। এর আগে তাকে ছাড়াই ৩ ম্যাচ খেলে ফেলেছে প্যারিসিয়ানরা।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।