বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। নিজে গোল করার পাশাপাশি অপরটিতে সহায়তা করে ম্যাচে জয়ের নায়ক নেইমার।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচটিতে বেশ কয়েকজন তারকা ফুটবলার ছাড়াই খেলতে নামে ব্রাজিল। ঘরের মাঠে দুর্দান্ত থাকা সেলেকাওরা ১৪তম মিনিটে এভেরতন রিবেইরোর গোলে এগিয়ে যায়। পেরুরু ডিফেন্ডার সান্তামারিয়া থেকে বল কেড়ে নিয়ে রিবেইরোকে পাস দেন নেইমার। সুযোগ পেয়ে প্রতিপক্ষের জাল খুঁজে নিতে ভূল করেননি ফ্লামেঙ্গো ফরোয়ার্ড।
একের পর এক আক্রমণ তৈরি করতে থাকা ব্রাজিলের স্কোরলাইন দ্বিগুণ করেন নেইমার। ৪০তম মিনিটে রিবেইরোর দুর্দান্ত এক শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে। ফিরতি শটে পেরুর গোলপোস্টে বল জড়ান সাবেক এ বার্সা ফরোয়ার্ড। আর ১২ গোল নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোল করা ব্রাজিলিয়ানের তকমা পান তিনি।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া পেরু কয়েকটি আক্রমণ করলেও স্বাগতিকদের রক্ষণভাগ ভেদ করতে পারছিল না। অপরদিকে সেলেকাওরা ভালো কোনো সুযোগ পায়নি আর। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।
বিশ্বকাপ বাছাইপর্বে টানা আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করলো ব্রাজিল। অপরদিকে ১৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান করছে বলিভিয়াকে ৩-০ গোলে হারানো আর্জেন্টিনা।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
আরইউ