ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পিএসজিতে গিয়ে ভুল করিনি: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
পিএসজিতে গিয়ে ভুল করিনি: মেসি

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ১৭ বছরে কাটিয়ে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি পাড়ি জমালেন ফরাসি ক্লাব পিএসজিতে। তার এমন দলবদল মেনে নিতে পারেননি অনেকেই।

তবে আর্জেন্টাইন এ ফরোয়ার্ড জানিয়েছেন, পিএসজিতে এসে কোনো ভুল করেননি তিনি।

পিএসজিতে যোগ দিয়ে প্রথম কয়েক ম্যাচে গোলের দেখা না পেলেও ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির বিপক্ষে গোলের দেখা পান মেসি। তবে গত সপ্তাহে রেনের বিপক্ষে ৯০মিনিট খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। অপরদিকে বার্সেলোনা থেকে আসার পর ক্লাবটি এখন খারাপ সময় কাটাচ্ছে। লা লিগায় একসময় ধাপট দেখানো কাতালানরা ফর্ম খরায় ভূগছে।  

সাবেক ক্লাব ও বর্তমান ক্লাবের এমন অবস্থার কারণ হিসেবে অনেকে হয়তো দোষ দিবেন মেসিকে। তবে মানুষ যাই বলুক পিএসজিতে এসে কোনো দোষ করেননি বলে জানিয়েছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। প্যারিসে পা রাখার পর প্রথমবারের কোনো গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানান।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘পিএসজিতে গিয়ে আমি কোনো ভুল করিনি। ’ 

শনিবার (৯ অক্টোবর) মেসির পুরো সাক্ষাৎকার প্রকাশ করবে ফরাসি এ গণমাধ্যম। তখন হয়তো জানা যাবে আরো অনেক কিছুই।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।