ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেলজিয়ামকে কাঁদিয়ে ফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
বেলজিয়ামকে কাঁদিয়ে ফাইনালে ফ্রান্স

বেলজিয়ামের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকা ফ্রান্সের সেমিফাইনাল থেকেই বিদায়ের সুর শোনা যাচ্ছিল। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে ফাইনালে পৌঁছে গেল ফরাসিরা।

 

বৃহস্পতিবার রাতে উয়েফা ন্যাশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে ৩-২ গোলে জিতেছে ফ্রান্স। ফাইনালে দিদিয়ের দেশমের দল মোকাবিলা করবে স্পেনের।

খেলার মাত্র চতুর্থ মিনিটেই কেভিন ডি ব্রুইনার দুর্দান্ত এক শট ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। কিন্তু ৩৭তম মিনিটে সেই ডি ব্রুইনাই বাঁদিক থেকে ঢুকে পড়া ইয়ানিক কারাসকোকে খুঁজে নেন। আর তা থেকে নিচু শটে লরিসকে পরাস্ত করেন ইয়ানিক।

তিন মিনিট পর ডি ব্রুইনা ফের একবার ফ্রান্সের রক্ষণে ঢুকে রুমেলু লোকাকুকে দিয়ে গোল করান। চেলসি স্ট্রাইকার দুরূহ কোণ থেকে যে বুলেটগতির শট নেন, তা ঠেকানোর সাধ্য ছিল না ফরাসি গোলরক্ষকের।  

দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ফ্রান্স। বল নিয়ন্ত্রণেও এগিয়ে ছিল তারা। এর মধ্যে খেলার এক ঘণ্টা পূর্ণ হওয়ার ঠিক আগে আঁতোয়া গ্রিজম্যান সহজ সুযোগ নষ্ট করলে ব্যবধান কমাতে পারেনি ফ্রান্স।  

অবশেষে ৬২তম মিনিটে জালের খোঁজ পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের বানিয়ে দেওয়া বলে বেলজিয়ামের গোলরক্ষক থিবাউ কুর্তোয়াকে পরাস্ত করেন তারই রিয়াল মাদ্রিদ সতীর্থ ও ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

ব্যবধান কমানোর পর দ্রুত সমতা টানার চেষ্টায় একের পর এক আক্রমণ শানায় ফ্রান্স। ৭ মিনিট পরই সেই সুযোগ এসে যায়। বেলজিয়ামের বক্সে ফাউলের শিকার হন গ্রিজম্যান। আর তা থেকে গোল শোধ করেন পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে।  

সমতায় ফেরার পর দুই দলই জয়সূচক গোলের খোঁজে মরিয়া চেষ্টা চালায়। এমবাপ্পে ও বেনজেমা ফিনিশিং দিতে না পারায় সেই চেষ্টায় সফল হচ্ছিল না ফরাসিরা। উল্টো লুকাকু বেলজিয়ামকে এনে দিয়েছিলেন কাঙ্ক্ষিত গোল। কিন্তু ভিএআর দেখে অফসাইডের সিদ্ধান্ত দেন রেফারি।  

বেলজিয়ামের সর্বনাশ হয় একদম শেষ মুহূর্তে। পল পগবার দুর্দান্ত ফ্রি-কিকে বল ক্রসবারে লাগার এক মিনিট পরেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে ফ্রান্সকে জয় এনে দেন এসি মিলানের লেফট ব্যাক থিও হার্নান্দেজ।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।