ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাগুরায় ২৪ দলীয় ফুটবল লিগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
মাগুরায় ২৪ দলীয় ফুটবল লিগ শুরু

মাগুরা: মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে  শুরু হয়েছে বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লিগ। বসুন্ধরা কিংস, ইনসেপ্টা ও ইম্পেরিয়াল রিয়েল স্টেট লিমিটেডের সহযোগীতায় আয়োজিত এ লিগে অংশগ্রহণ করছে মাগুরার ২৪টি দল।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধক ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপত্বিতে ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হয়দার টুটুল, বাফুফের সহ সভাপতি ও  বসুন্ধরা কিংস এর সভাপতি  ইমরুল হাসান, ইনসেপ্টা ফার্মা লিমিটেড-এর ডিজিএম জাহিদুল আলম, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ও মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক।

উদ্বোধনী দিনের খেলায় জোকা যুব সংঘের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে গতবারের চ্যাম্পিয়ন মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধের ২৬তম মিনিটে বিজয়ী দলের ৯ নম্বর জার্সিধারী ফুটবলার খালিদের পা থেকে আসে জয়সূচক গোলটি।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।