ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসি-এমবাপ্পেদের লিগে কমছে দল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
মেসি-এমবাপ্পেদের লিগে কমছে দল

লিগ ওয়ানে আগামী ২০২৩-২৪ মৌসুম থেকে ১৮ দল নিয়ে আয়োজন হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

বর্তমানে ২০ দলের লড়াই মাঠে গড়ায়।

এক বিবৃতিতে আগামী মৌসুমের প্রাথমিক সূচি প্রকাশ করা হয়ে সংস্থাটির ওয়েবসাইটে। যেখানে আগামী ৬ ও ৭ অগাস্ট মাঠে গড়াবে ফ্রান্সের শীর্ষ লিগের ২০২২-২৩ আসর এবং শেষ হবে ২০২৩ সালের ৪ জুন।

এতে আরও বলা হয়, ওই আসরের নিচের চারটি দল লিগ-২ এ নেমে যাবে। আর লিগ-২ এর উপরের দুটি দল উঠে আসবে লিগ ওয়ানে।

এদিকে কাতার বিশ্বকাপের সূচি বিবেচনায় নিয়ে ওই সময়ের লিগ ওয়ানের ম্যাচ ডের তারিখও জানিয়েছে লিগ ওয়ান। বিশ্বকাপের আট দিন আগে হবে তাদের ১৫তম রাউন্ড। আর বিশ্বকাপ শেষের ১০ দিন পরই মাঠে ফিরবে প্রতিযোগিতাটি।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।