লিগ ওয়ানে আগামী ২০২৩-২৪ মৌসুম থেকে ১৮ দল নিয়ে আয়োজন হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে আগামী মৌসুমের প্রাথমিক সূচি প্রকাশ করা হয়ে সংস্থাটির ওয়েবসাইটে। যেখানে আগামী ৬ ও ৭ অগাস্ট মাঠে গড়াবে ফ্রান্সের শীর্ষ লিগের ২০২২-২৩ আসর এবং শেষ হবে ২০২৩ সালের ৪ জুন।
এতে আরও বলা হয়, ওই আসরের নিচের চারটি দল লিগ-২ এ নেমে যাবে। আর লিগ-২ এর উপরের দুটি দল উঠে আসবে লিগ ওয়ানে।
এদিকে কাতার বিশ্বকাপের সূচি বিবেচনায় নিয়ে ওই সময়ের লিগ ওয়ানের ম্যাচ ডের তারিখও জানিয়েছে লিগ ওয়ান। বিশ্বকাপের আট দিন আগে হবে তাদের ১৫তম রাউন্ড। আর বিশ্বকাপ শেষের ১০ দিন পরই মাঠে ফিরবে প্রতিযোগিতাটি।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এমএমএস