ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে আতহার আলী খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে আতহার আলী খান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠবে আগামীকাল রোববার। এর আগে আসরের ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে আইসিসি।

সেই প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন আতহার আলী খান। একই প্যানেলে যুক্ত হচ্ছেন সাবেক দুই তারকা ক্রিকেটার ডেল স্টেইন ও শেন ওয়াটসন।  

এবারের বিশ্বকাপের ধারাভাষ্য দেবেন ২১ জন। প্যানেলে বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান ছাড়াও নাসের হুসাইন, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার, মাইক আথারটন, ড্যানি মরিসনের মতো জনপ্রিয় ধারাভাষ্যকারদের কণ্ঠে শোনা যাবে বিশ্বকাপের নানা মুহূর্তের সরাসরি বিবরণ।  

এবারের ধারাভাষ্য প্যানেল চমক হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ফাস্ট বোলার স্টেইন ও অস্ট্রেলিয়ার ২০১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ও সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। এছাড়া আছেন দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামিও। নারী ধারাভাষ্যকারদের মধ্যে আছেন আনজুম চোপড়া, নাতালাই জার্মানোস।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল:

সুনীল গাভাস্কার, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, ড্যারেন স্যামি, আতহার আলী খান, ডেল স্টেইন, শেন ওয়াটসন, নাসের হুসাইন, নাতালাই জার্মানোস, মাইক, আথারটন, সাইমন ডউল, রাসেল আরনল্ড, আনজুম চোপরা, মুরালি কার্তিক, বাজিদ খান, এমপুমেলেলো এমবাংওয়া, প্রিস্টন মমসেন, ড্যানি মরিসন, মার্ক নিকোলাস, নিল ও’ব্রায়েন, অ্যালান উইকিলিন্স।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।