ইংলিশ ক্লাব টটেনহ্যামের সময়টা ভালো যাচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরোপিয়ান প্রতিযোগিতায় একের পর এক ব্যর্থ হচ্ছে দলটি।
আজ সোমবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে টটেনহ্যাম। নুনোর জায়গায় নতুনভাবে কে দায়িত্ব নিবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে রিপোর্ট বলছে, স্পার্সদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের সাবেক কোচ অ্যান্তনিও কন্তে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (৩০ অক্টোবর) ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে টটেনহ্যামের হারের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, যেকোনো মুহূর্তে বরখাস্ত হতে পারেন এই পর্তুগিজ কোচ। এবার সেটিই সত্যি হলো।
টটেনহ্যামের হয়ে নুনো সান্তো গত জুনে দায়িত্ব গ্রহণ করেন। চলতি মৌসুমে ভালো শুরু করে প্রিমিয়ার লিগে প্রথম তিনটি ম্যাচই জিতে নেয় স্পার্সরা। তবে শেষের সাত ম্যাচের পাঁচটিতেই হেরে বসে দলটি। ১০ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে ক্লাবটি।
ইউরোপিয়ান কনফারেন্স লিগেও খুব ভালো অবস্থায় নেই তারা। 'জি' গ্রুপে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে লন্ডনের দলটি।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
আরইউ