ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে শুরু কোচ জাভির বার্সা অধ্যায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
জয় দিয়ে শুরু কোচ জাভির বার্সা অধ্যায়

নতুন কোচ জাভি হার্নান্দেজের অধীনে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল বার্সেলোনা। এর আগে স্প্যানিশ লা লিগায় টানা চার ম্যাচে জয়হীন ছিল কাতালান জায়ান্টরা।

শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সা। অবশ্য একমাত্র গোলটি নিয়েও বিতর্ক আছে।  

ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে ম্যামপিস ডিপেই পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন। সেই গোলটিই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক। এ ম্যাচে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছে জাভির দল। এস্পানিওলের দুটি প্রচেষ্টা নষ্ট হয় বারপোস্টে লেগে।

১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় ষষ্ঠ নম্বরে রয়েছে বার্সা। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট করে নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদ। তিনে রিয়াল মাদ্রিদ এবং চারে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এমনকি রিয়াল বেতিসও এগিয়ে আছে বার্সার চেয়ে।  

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।