ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

‘সেক্স টেপ’ কাণ্ড নিয়ে হতাশ নয় বেনজেমা: আনচেলোত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
‘সেক্স টেপ’ কাণ্ড নিয়ে হতাশ নয় বেনজেমা: আনচেলোত্তি

হঠাৎ করেই আলোচিত 'সেক্স টেপ' কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের স্থগিত কারাদণ্ডও দিয়েছেন আদালত।

এতকিছুর মধ্যেও গতকাল রাতে শেরিফ তিরাসপুলের বিপক্ষে গোলের দেখা পেয়েছেন বেনজেমা।

মাঠের বাইরে সময় খারপ গেলেও মাঠে ঠিকই দুর্দান্ত ফরাসি এই স্ট্রাইকার। তার ব্যাপারে রিয়াল মাদ্রিদে কোচ কার্লো আনচেলোত্তি জানান, বেনজেমা ফুটবলেই মগ্ন রয়েছে এবং নিজের সবটুকু উজাড় করে তিনি ক্লবের জন্য লড়ে যেতে চান।

তিরাসপুলের বিপক্ষে জয়ের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল, বেনজেমার সাজা এবং সেটা তার ওপর কেমন প্রভাব ফেলছে তা নিয়ে। জবাবে আনচেলোত্তি বলেন, ‘(আদালতের রায় নিয়ে) বেনজেমার সঙ্গে আমার কথা হয়নি। সে শান্ত আছে…সে কেবলই নিজের খেলা ও দল নিয়ে ভাবছে, অন্য কিছু নয়। (শেরিফের বিপক্ষে) সে খুব ভালো খেলেছে। ’

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলা রিয়াল মাদ্রিদ ডি' গ্রুপের শীর্ষে থেকে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।  

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।