ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

উত্তর বারিধারাকে হারিয়ে শেখ রাসেলের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
উত্তর বারিধারাকে হারিয়ে শেখ রাসেলের শুভসূচনা গোলের পর রাব্বীর উদযাপন/ছবি: শোয়েব মিথুন

উত্তর বারিধারাকে হারিয়ে স্বাধীনতা কাপে শুভসূচনা করল শেখ রাসেল ক্রীড়া চক্র।  

শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘বি' গ্রুপের ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে শেখ রাসেল।

দ্বিতীয়ার্ধে একমাত্র জয়সূচক গোলটি করেন মান্নাফ রাব্বী।

প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি শেখ রাসেল। চতুর্দশ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলতন দি সৌজা হেড পোস্টের বেশ বাইরে যায়। ৩৩তম মিনিটে সাদউদ্দিনের কাট ব্যাকের পর রাব্বীর ক্রসে গোলরক্ষককে একা পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি জুয়েল। ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য।  

দ্বিতীয়ার্ধে উত্তর বারিধারার রক্ষণে আক্রমণ শানায় শেখ রাসেল। ৫৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখাও পায় ২০১২-১৩ মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ীরা। বাঁ দিক দিয়ে আক্রমণ ওঠা পর্তুগিজ ফরোয়ার্ড ইসমাইল রুতি দি সিলভার চিপ শট ছয় গজ বক্সে ঢুকলে পোস্ট ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন গোলরক্ষক সাইফুল। এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল জড়িয়ে দেন রাব্বী।

গোল হজমের পর উত্তর বারিধারা ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হয়নি। ৭০তম মিনিটে কিরগিজস্তানের ডিফেন্ডার আইজার আকমেদভের হেড গোললাইন থেকে ফেরান জুবায়ের। এরপর রাকিব সরকারের জোরালো শট ফিরিয়ে দেন শেখ রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। শেষ দিকে আলিসনের শট ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি বারিধারা গোলরক্ষক সাইফুল।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।