ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

করোনায় আক্রান্ত টমাস টুখেল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
করোনায় আক্রান্ত টমাস টুখেল

চেলসির কোচ টমাস টুখেল করোনা আক্রান্ত হয়েছেন। এফএ কাপের প্লাইমাউথের বিপক্ষে মাঠের নামার আগে তিনি কোভিড টেস্টে পজিটিভ হন।

এক বিবৃতিতে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

চেলসির পক্ষ থেকে ওই বিবৃতিতে আরও জানানো হয়, টুখেল আইসোলেশনে থাকবেন এবং আগামী সপ্তাহে দলের সঙ্গে তার আবুধাবিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্লাব বিশ্বকাপে চেলসি আগামী বুধবার সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাত প্রো লিগের দল আল জাজিরা কিংবা এএফসি চ্যাম্পিয়নস লিগ বিজয়ী আল হিলালের মুখোমুখি হবে। তবে যুক্তরাজ্যের করোনাবিধি অনুযায়ী কেউ কোভিড আক্রান্ত হলে তাকে পাঁচ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।