বাংলাদেশের ঘরোয়া শীর্ষ ফুটবলে প্রথম ক্লাব হিসেবে হোম ভেন্যুতে খেলতে নেমে বড় জয় পেল বসুন্ধরা কিংস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচে বৃহস্পতিবার নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
স্বাগতিক দের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলের রবসন দি সিলভা। বাকি গোল এলিটা কিংসের পা থেকে এসেছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় উজ্জীবিত বসুন্ধরা কিংস। বেশকিছু আক্রমণও শানায় তারা। তবে জালের দেখা পাচ্ছিল না ঘরোয়া ফুটবলের জায়ান্টরা। যদিও ৪২তম মিনিটে রবসন দি সিলভার অসাধারণ শট ক্রসবারে লেগে ফিরে না এলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো দলটি।
দ্বিতীয়ার্ধে পুলিশ এফসির ওপর ছড়ি ঘুরায় কিংস। একের পর আক্রমণের ফল আসে ৬৬তম মিনিটে। ডানদিক থেকে বল নিয়ে ডি-বক্সের বাইরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে রবসনের দিকে বল বাড়িয়ে দেন শেখ মাহাদী। ছয় গজ বক্সের কাছে বল পেয়ে দারুণ টোকায় বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
১০ মিনিট পর ফের রবসনের গোলে এগিয়ে যায় কিংস। এবার নিজেদের বক্সে কিংসের মিডফিল্ডার মাহাদিকে ফেলে দেন পুলিশের ডিফেন্ডার দানিলো। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিকে লক্ষ্যভেদ করেন রবসন। দুই গোল হজম করে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। কিন্তু উল্টো ৮২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পুলিশের রহমান।
এরপর ৮৭তম মিনিটে সেই মাহাদির পাস থেকে বল দৌড়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে পুলিশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি হিসেবে নামা কিংসলে।
এই নিয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২ ড্র ও ২ হারে ২ পয়েন্ট পাওয়া পুলিশ আছে নবম স্থানে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এমএইচএম