ইউক্রেনে রাশিয়া হামলা চালিয়েই যাচ্ছে। শঙ্কায় ইউক্রেন ছাড়ছেন দেশটির জনগন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইউক্রেন প্রিমিয়ার লিগের ক্লাব শাখতার দোনেৎস্ক নিশ্চিত করেছেন, তাদের দলের ব্রাজিলিয়ান ফুটবলাররা এরই মধ্যে ইউক্রেন ছেড়েছেন।
যুদ্ধ শুরু হওয়ার পরপর শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, একটি হোটেলে রেকর্ড করা ভিডিওতে দেখা যায়, সেখানে জড়ো হয়েছেন ব্রাজিলিয়ান খেলোয়াড়সহ তাদের স্ত্রী ও সন্তানেরাও। নিজ দেশের কর্তৃপক্ষকে সেখান থেকে তাদের উদ্ধার করার আহ্বান জানিয়েছেন ওই খেলোয়াড়রা।
অবশেষে তাই হলো। নিরপদে তারা পৌঁছাতে পেরেছেন বলে শাখতার নিশ্চিত করেছে। ক্লাবটি আরও জানায়, লিগ চ্যাম্পিয়ন দিনামো কিয়েভের বিদেশি ফুটবলাররাও ইউক্রেন ছাড়তে সক্ষম হয়েছেন। গত শনিবার ক্লাব এসকে নিপ্রো-ওয়ানের তিনজন ব্রাজিলিয়ান ফুটবলারও ইউক্রেনের সীমান্ত পেরিয়ে রোমানিয়ায় পৌঁছেছেন।
নিরাপদে বিদেশি খেলোয়াড়দের ইউক্রেন ছাড়ার ব্যবস্থা করায় উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে শাখতার।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
আরইউ