মাঠে ও মাঠের বাইরে মোটেই শান্তিতে নেই নেইমার জুনিয়র। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে পিএসজিতে পাড়ি জমানোর পর থেকে ইনজুরি আর বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না।
এত সমস্যা সত্ত্বেও ফুটবলারদের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পান নেইমারই। এমনকি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সুপারস্টার ফুটবলাররাও বেতনের দিক থেকে তার চেয়ে ঢের পিছিয়ে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপে এমনটাই জানিয়েছে। প্রতি বছরের মতো এবারও তারা বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার শীর্ষে আছেন নেইমার।
সবচেয়ে বেশি বেতনভোগী ১০ ফুটবলার (মার্কিন ডলারে):
১০. সের্হিও বুসকেতস (বার্সেলোনা)- বছরে ২৫.২ মিলিয়ন।
৯. দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)- বছরে ২৫.৩ মিলিয়ন।
৮. কেভিন ডে ব্রুইনা (ম্যানচেস্টার সিটি)- বছরে ২৬.৯ মিলিয়ন।
৭. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)- বছরে ২৯.৩ মিলিয়ন।
৬. ইডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ)- ২৯.৯ মিলিয়ন।
৫. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ)- ২৯.৯ মিলিয়ন।
৪. জেরার্ড পিকে (বার্সেলোনা)- ৩০.৭ মিলিয়ন।
৩. ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড)- ৩৪.৮ মিলিয়ন।
২. লিওনেল মেসি (পিএসজি)- ৪৪.৫ মিলিয়ন।
১. নেইমার (পিএসজি)- ৫৩.৮ মিলিয়ন।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এমএইচএম