দীর্ঘদিন ধরে প্রস্টেট ক্যান্সারে ভূগছেন নেদারল্যান্ডস ফুটবল দলের কোচ লুই ফন হাল। ক্যান্সার আক্রান্ত হয়েও ফুটবলারদের অনুশীলন করিয়েছিলেন তিনি।
ফন হাল জানিয়েছেন, ‘এই ক্যান্সারের ধরনটা বেশ বাজে, 'প্রস্টেট ক্যান্সারে আপনি মরবেন না। অন্তত ৯০ শতাংশ ক্ষেত্রে তো বটেই। আসলে এই ক্যান্সারের কারণে অন্যান্য সুপ্ত রোগ মাথাচাড়া দিয়ে উঠলে সেটাই যন্ত্রণা দেয়। আমার এই ক্যান্সারটা বেশ বাজে ধরনের। এর মধ্যে ২৫ বার রেডিয়েশন থেরাপি দিতে হয়েছে। ’
ডাচ জাতীয় দলের ফুটবলারদের এই খবর না জানানোর কারণ জানিয়েছেন ফন হাল, 'আমার ফুটবলারদের জানায়নি যাতে তাদের উৎসাহ ও পারফরম্যান্সে বাজে প্রভাব না পড়ে। রাতের বেলা তাদেরকে লুকিয়ে আমি হাসপাতালে যেতাম। কিন্তু এখন আর লুকাতে পারছি না। '
তৃতীয়বারের মতো নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব পালন করছেন ফন হাল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তার অধীনে তৃতীয় স্থান অর্জন করেছিল ডাচরা। ক্লাব পর্যায়ে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আয়াক্সের মতো ক্লাবকে শিরোপা জিতিয়েছেন ৭০ বছর বয়সী এই ডাচ কোচ।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
আরইউ