ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

‘রিয়ালে এমবাপ্পে এলেই আমরা দ্বিগুণ গোল পাব’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
‘রিয়ালে এমবাপ্পে এলেই আমরা দ্বিগুণ গোল পাব’

দীর্ঘদিন ধরেই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কিন্তু পিএসজিতে চুক্তি পুরোবার আগে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিতে পারছেন না এমবাপ্পে।

ফরাসি এই তারকার রিয়ালের হয়ে খেলা দেখার জন্য মুখিয়ে আছেন ক্লাবটির তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা।

রিয়াল মাদ্রিদে এমবাপ্পে খেলতে আসলেই দ্বিগুণ গোল হবে বলে জানান বেনজেমা। ফরাসি সংবাদমাধ্যম লে কুইপে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জাতীয় দলে আমি এমবাপ্পের সঙ্গে খেলতে পছন্দ করি। ক্লাব পর্যায়েও তার সঙ্গে খেলতে চাই। আমি বিশ্বাস করি যে, একসঙ্গে খেললে আমরা আরও দ্বিগুণ গোল করবো, এমনকি তিনগুণও হতে পারে। জাতীয় দলে আমাদের বোঝাপড়াটা দারুণ। ’

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির মাঠে খেলবে রিয়াল। এ সম্পর্কে বেনজেমা বলেন, ‘এই ম্যাচে কেউই ফেভারিট না। পিএসজির সঙ্গে আমাদের ম্যাচগুলো দেখুন। প্রথম লেগে মনে হয় আমরা ফেভারিট ছিলাম, আর দ্বিতীয় লেগে পিএসজি ফেভারিট হয়ে গিয়েছিল। তাই ফেভারিট বলে কিছু নেই। চেলসি খুবই ভালো দল। একটা ভালো ফলাফলের জন্য আমরা সেখানে যাব। ’

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।