ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

আবারও ডাচদের কোচিংয়ে ফিরছেন কোমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
আবারও ডাচদের কোচিংয়ে ফিরছেন কোমান

ফের নেদারল্যান্ডসের ডাগআউটে ফিরছেন রোনাল্ড কোমান। দলটির বর্তমান কোচ লুইস ফন হালের প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক এই বার্সা কোচ।

কাতার বিশ্বকাপের পরপরই ডাচদের দায়িত্বে ফিরবেন তিনি।  

এই ব্যাপারে সংবাদমাধ্যমকে কোমান জানান, 'আমি বেশ গর্ব নিয়ে জানাচ্ছি, বিশ্বকাপের পর আমি আবারও জাতীয় দলের কোচ হতে চলেছি। নতুন এই চ্যালেঞ্জের সামলাতে মুখিয়ে আছি আমি। সবাইকে সঙ্গে নিয়ে সফলতা অর্জন করতে চাই। ’

এর আগে ২০১৮ সালে নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়েছিলেন কোমান। এরপর ২০২০ সালে বার্সেলোনার দায়িত্ব নেওয়ায় ডাচদের দায়িত্ব ছেড়ে আসেন তিনি। প্রথম মেয়াদে তার অধীনে ২০ ম্যাচে ১১টিতে জয় পায় ডাচরা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।