ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সমর্থকের ফোন ভাঙায় রোনালদোর বিরুদ্ধে থানায় অভিযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
সমর্থকের ফোন ভাঙায় রোনালদোর বিরুদ্ধে থানায় অভিযোগ

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে হারার পর ক্রিস্টিয়ানো রোনালদো কর্তৃক একজন সমর্থকের মোবাইল ভাঙা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কম সমালোচনা হয়নি। সমর্থকটি ছিল বিশেষ চাহিদাসম্পন্ন একটি শিশু।

বয়স মাত্র ১৪ বছর। যে কারণে বিষয়টি মেনে নিতে পারছেন না কেউই। এবার রোনালদোর বিরুদ্ধেই থানায় অভিযোগ করেছেন বালকটির মা।

রোনালদোর অনেক বড় ভক্ত ছিল বালকটি। সে তার মায়ের সঙ্গে গিয়েছিল গুডিসন পার্কে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম এভারটনের খেলা দেখতে। ম্যাচটিতে ১-০ গোলে হেরে যায় ম্যান ইউ। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথেই ঘটে এই ঘটনা। সিআর সেভেনের ছবি তুলতে চেয়েছিল সেই বালক। এটা দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠেন রোনালদো। সমর্থকের হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।  

অবশ্য বিষয়টি নিয়ে ক্ষমাও চেয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনাইটেড তারকা লিখেন, 'উত্তেজনার বশে কাজটা করে ফেলেছি। এ জন্য ক্ষমা চাইছি। আমাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং ক্রীড়াপ্রেমী সকল তরুণের জন্য উদাহরণ স্থাপন করতে হবে। যদি সম্ভব হয়, আমি সেই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাইব। '

তবে এই ক্ষমা প্রার্থনায় খুব একটা কাজ হয়নি। জ্যাক নামের সেই বালকের মা রীতিমতো থানায় অভিযোগ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমে জ্যাকের মা সারাহ কেলি বলেছেন, 'খেলা শেষ হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা ড্রেসিংরুমে ফিরছিলেন। আমাদের ডান দিক দিয়ে খেলোয়াড়রা যাচ্ছিলেন। আমার ছেলে খেলোয়াড়দের হেঁটে আসার ভিডিও করছিল। তখন সে দেখে রোনালদোর পা থেকে রক্ত পড়ছে। তাই সে ফোনটা নিচে নামিয়ে সেটা ভিডিও করছিল। কোনো কথাও বলেনি। রোনালদো প্রচণ্ড রেগে আমার ছেলের হাত থেকে ফোন কেড়ে নিয়ে আছড়ে ফেলে হেঁটে চলে যায়!'

সারাহ কেলি আরো বলেছেন, 'আমার ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন। তার ডিসপ্র্যাক্সিয়া (মানসিক সমস্যার কারণে হাঁটাচলার সমস্যা) আছে। এমন ঘটনায় জ্যাক খুব ভেঙে পড়েছে। প্রথমবার মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েই সে এমন ঘটনার মুখোমুখি হয়েছে, তাই সে আর কোনো দিন খেলা দেখতে যেতে রাজি নয়।  সারা দিন আমাদের খুব ভালো কেটেছিল, শেষ মুহূর্তে সব পাল্টে গেল। পুরো দিনটাই নষ্ট হয়ে গেল। '

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে মারসেসাইড পুলিশের মুখপাত্র বলেছেন, 'ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব এবং এভার্টনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সেখানে ম্যাচ শেষ হওয়ার পর দুপুর আড়াটার দিকে একটি ছেলেকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।