ম্যানচেস্টার সিটি বনাম লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচের আগে বলা হচ্ছিল, যারা জিতবে তারাই শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে। তবে মাঠের লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ২-২ গোলে ড্র হলো।
গত বছরের অক্টোবরে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে দুদলের আগের দেখার ম্যাচটিও ২-২ গোলে শেষ হয়েছিল।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যানসিটি দুবার এগিয়ে গেলেও প্রতিবারই ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় লিভারপুল। ম্যানসিটির হয়ে একটি করে গোল করেন কেভিন ডে ব্রুইনে ও গাব্রিয়েল জেসুস। আর লিভারপুলের হয়ে গোল করেন দিয়োগো জটা ও সাদিও মানে।
খেলার পঞ্চম মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। বের্নার্দো সিলভার ফ্রি কিকে বল পান কেভিন ডে ব্রুইনে। সেখান থেকে একজনের বাধা এড়িয়ে একটু এগিয়ে বেলজিয়ান মিডফিল্ডারের শট লিভারপুল ডিফেন্ডার জোয়েল মাতিপের পায়ে লেগে পোষ্টে লেগে জালে জড়ায়।
তবে সমতায় ফিরতে দেরি করেনি লিভারপুল। ম্যাচের ১৩তম মিনিটে হেডে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি এমেরিক লাপোর্ত। অ্যান্ড্রু রবার্টসনের ক্রস দূরের পোষ্টে পেয়ে কাটব্যাকে ছয় গজ বক্সের মুখে বল বাড়ান ভার্জিল ফন ডাইক। বাকিটা সারেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জটা।
৩৭তম মিনিটে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। শুরুতে কর্নার হেডে ক্লিয়ার করেন ফন ডাইক। বল পেয়ে কানসেলো বাড়ান ডি-বক্সে। দ্রুত ভেতরে ঢুকে জেসুসের ভলি ক্রসবারের নিচের দিকে লেগে জালে আশ্রয় নেয়।
কিন্তু বিরতির পর দ্বিতীয় মিনিটে আবার সমতা ফেরায় লিভারপুল। ফন ডাইকের পাস খুঁজে পায় মোহামেদ সালাহকে। মিশরীয় ফরোয়ার্ড বল বাড়ান ডি-বক্সে। কাইল ওয়াকারকে পেছনে ফেলে আলিসনকে পরাস্ত করেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে।
লিগে ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি, সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৩। দুদলই লিগে আরও সাতটি করে ম্যাচ খেলবে।
বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এমএমএস