ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ড্র করেও সেমিফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
ড্র করেও সেমিফাইনালে লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে প্রথম লেগে এগিয়ে থাকা লিভারপুলের মাঠে দারুণ লড়াই করল পর্তুগিজ ক্লাব বেনফিকা। কিন্তু শেষ পর্যন্ত পারল না দলটি।

আগের লেগে ৩-১ ব্যবধানে জেতা অল রেডসরা ফিরতি লেগে ৩-৩ গোলের ড্র নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।  

অ্যানফিল্ডে বুধবার রাতে মোহামেদ সালাহ ও সাদিও মানেদের শুরুর একাদশে রাখেননি ইয়ুর্গেন ক্লপ। এফএ কাপের সেমিফাইনালে খেলতে তাদেরকে এদিন বেঞ্চে রাখা হয়। তবে সুযোগ পেয়েই এদিন বাজিমাত করেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্ত ফিরমিনো। জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি।  

ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। কসতাস সিমিকাসের কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন ইব্রাহিম কোনাতে। ৩২তম মিনিটে অবশ্য সমতায় ফেরে বেনফিকা। দিয়োগো গনসালভেসের পাস লিভারপুল ডিফেন্ডারের পায়ে লেগে গনসালো রামোসের কাছে আসে। বক্স থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

বিরতির পর ফের এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৫তম মিনিটে দিয়েগো জটার পাস থেকে বল নিয়ে লক্ষ্যভেদ করেন ফিরমিনো। দশ মিনিট পর ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ায় লিভারপুল। সিমিকাসের ফ্রি-কিক থেকে দারুণ ভলিতে জাল খুঁজে পান তিনি। ৭৩তম মিনিটে ব্যবধান কমান রোমান ইয়ারেমচুক। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে সফল শট নেন তিনি। ৮১তম মিনিটে নুনেসের গোলে সমতায় ফেরে সফরকারীরা। এরপর আর কোনো গোল না হলে ড্র করেও বিদায় নিতে হয় পর্তুগিজ ক্লাবটিকে।

সেমিফাইনালে কোয়ালিফাই করা লিভারপুলের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে বিদায় করা স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। প্রথম লেগে আগামী ২৭ এপ্রিল অ্যানফিল্ডে ও ফিরতি লেগে ৪ মে ভিয়ারিয়ালের মাঠে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।